এই মুহূর্তে জেলা

উধাও ছেলে , রিষড়ায় বৃদ্ধা মাকে ঘরে ফেরালো গ্রীণ ভ্যলান্টিয়ার্স।

হুগলি , ১৭ জুন:- কী কান্ড! বৃদ্ধা মা করোনা আক্রান্ত। ভর্তি রিষড়া সেবা সদনে। সুস্থ হয়েছেন। কিন্তু তাঁর ছেলে, মায়ের কোনো খোঁজই নিচ্ছিল না। ফোন নম্বরটাও দিয়েছিল ভুল। ঠিকানা গোলমেলে। করোনা আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধা মা কে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করেছিলেন ছেলে। তারপর থেকে আর কোনো খোঁজ করেনি মায়ের। বৃহস্পতিবার বৃদ্ধা মা সুস্থ্য হলেও দেখা মেলেনি ছেলের। এরপরেই রেজিস্ট্রারে দেওয়া বাড়ির ঠিকানায় যোগাযোগ করে সেবাসদন কর্তৃপক্ষ। কিন্তু কোনো ভাবেই বৃদ্ধার ছেলের বাড়ির সন্ধান না পেয়ে রিষড়া থানার পুলিশের দ্বারস্থ হন সেবাসদন কর্তৃপক্ষ। খবর যায় পুরসভায়। এরপরেই পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্রের উদ্যোগে বৃদ্ধাকে রিষড়ার এন, এস রোডের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বৃদ্ধাকে বাড়ি পৌঁছানোর কাজে সহযোগিতা করেন গ্রীন ভল্যান্টিয়ার্স বলে জানিয়েছেন পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গ্যোপাধ্যায়।