Uncategorized জেলা

দ্বারকেশ্বর নদীতে জল ছাড়ায় মাইকিং করে মানুষকে সতর্ক করলো আরামবাগ থানা।

আরামবাগ , ১৬ জুন:- দ্বারকেশ্বর নদীতে জল ছাড়ায় এলাকার মানুষকে সতর্ক করলো আরামবাগ থানা। এদিন রীতিমতো মাইকিং করে নদীবাঁধ এলাকার মানুষকে সতর্ক করা হয়। আরামবাগের নদীবাঁধ এলাকার মানুষকে সতর্ক করার পাশাপাশি সুরক্ষিত স্থানে যাবার জন্য মানসিক প্রস্তুতি থাকার বার্তা দেওয়া হয়। দুই দিন ধরে টানা নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হওয়ায় দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী ও অজয় নদীতে জল বাড়ে।বাঁকুড়া ও বর্ধমান জেলার বেশ কয়েক জায়গায় নদীর জল উপচে বেশ কয়েকটি এলাকা প্লাবিত করেছে। স্বাভাবিক ভাবেই আরামবাগের ওপর দিয়ে প্রভাবিত দ্বারকেশ্বর নদী বাঁধ এলাকার মানুষকে সতর্ক করে পুলিশ প্রশাসন।

কেননা নদীর জল ইতিমধ্যেই অনেকটা বেড়েছে। বর্তমানে বিপদ সীমার ওপর দিয়ে জল না বাড়লেও মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেড়ে জলস্তর অনেকটাই বেড়ে যায়।পাশাপাশি বাঁকুড়ার পাহারী এলাকার জল দ্বারকেশ্বর নদী দিয়ে নামতে থাকে। তাই আরামবাগের নদী বাঁধ উপছে যদি জল লোকালয়ে প্রবেশ করে তাহলে এলাকার মানুষ দুর্ভোগে পড়বে। তাই আগাম সতর্কতা হিসাবে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ শুরু করে।