এই মুহূর্তে জেলা

এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়।

হাওড়া, ১৫ জুন:- এতদিন গদ্দার, মীরজাফর, বেইমান আখ্যা দিয়ে কারও নাম না করে দলবদলুদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাওড়ার শলপ, বাঁকড়া সহ বিভিন্ন এলাকায়। এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়। গত দু’দিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভ, অবরোধ, কুশপুতুল দাহ এবং বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গিয়েছিল। মঙ্গলবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশিন্দার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন, রামচন্দ্রপুর বাজার, নিশ্চিন্দা থানার সামনে বালি হল্ট, বেলুড় স্টেশন, ষষ্ঠীতলা মোড়, ঘোষপাড়া বাজার, বামনডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পোস্টারে লেখা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছেন এরপর তাঁর এই বাংলায় আর ঠাঁই নাই। মীরজাফর গদ্দার বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ে ঠাঁই নাই। ১০ বছর দলের হয়ে খেয়ে সেই দলের কর্মীদের মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়া চলবে না।