হাওড়া , ১৫ জুন:- এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য। সোমবার দুপুরে ডোমজুড়ের সলপের মন্ডলপাড়ায় ওই বৃদ্ধার বাড়ি থেকে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অঞ্জলি আঢ্য (৬৭) নামে ওই বৃদ্ধার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। প্রতিবেশীদের অভিযোগ, ওই বৃদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর ছেলেই। সোমবার সকালে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। সেই গন্ধ পেয়েই ঘরের দরজা ভেঙ্গে ওই বৃদ্ধার দেহ দেখতে পান তাঁর পরিজন ও প্রতিবেশীরা। এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশ দেহটি উদ্ধারের পর ছেলেকে আটক করে।
বৃদ্ধার ছেলে ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ইদানিং ছেলের নানা কাজকর্মে বৃদ্ধা অসন্তুষ্ট ছিলেন। ছেলের জন্যই তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। ছেলে ওই বৃদ্ধাকে দেখাশোনা করতেন না বলেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার ছেলে বাড়িতেই টিউশন করেন। তাঁর স্ত্রী ও ছেলেও রয়েছে। কীভাবে ও ঠিক কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।