এই মুহূর্তে জেলা

জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের উদ্যোগে শেওরাফুলিতে শুরু হলো স্টেশনে রান্নাঘর কর্মসূচি।

হুগলি , ১৩ জুন:- করোনার এই মহামারী কালে সাধারন গরিব মানুষ রা পড়েছেন ভয়ঙ্কর বিপাকে। যে সমস্ত মানুষ দিন আনে দিন খান় এই সমস্ত মানুষদের এখন দুবেলা অন্যের জোগাড় করা দুষ্কর। এই সমস্ত মানুষদের কথা ভেবে জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের উদ্যোগে এবং বৈদ্যবাটি পৌরসভা দুই কো অর্ডিনেটরে সুবীর ঘোষ ও প্রবীর পালের সহায়তায় শুরু হলো স্টেশনে রান্নাঘর কর্মসূচি। যে সমস্ত হকাররা এবং প্ল্যাটফর্মের দোকানদাররা দিনভর মেহনত করে যারা সংসার চালাতেন আজ এই লকডাউন এর ফলে সমস্ত কিছু বন্ধ। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এব্যাপারে বলতে গিয়ে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটার সুবীর ঘোষ জানালেন আজকে এই মহামারী কালে গরিব মানুষ কষ্টের মধ্যে রয়েছেন যারা ট্রেনে হকারী করেন প্লাটফর্মে চা বিক্রি করেন অন্যান্য সামগ্রী বিক্রি করে দিন গুজরান করেন তাদের কথা কে চিন্তা করবে? যার জন্য আজ থেকে আমরা চালু করলাম এই স্টেশনের রান্নাঘর কর্মসূচি। প্রতিদিন এইখান থেকে দেড়শ থেকে দুশো জন হকারদের রান্না করা খাবার এবং ড্রাই ফুড সরবরাহ করা হবে। যতদিন এই প্যানডেমিক সিচুয়েশন চলবে ততদিন আমরা চেষ্টা করব এই সমস্ত মানুষদের জন্য দুপুরের খাবারের বন্দোবস্ত করার। আজকের অনুষ্ঠানে হকারদের হাতে রান্না করা খাবার এবং শুকনো খাবার তুলে দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সংসদ সংসদ কল্যাণ ব্যানার্জি ও জেলা সভাপতি দিলীপ যাদব।