হাওড়া , ১২ জুন:- রাজারহাটের বিশেষ চাহিদাসম্পন্ন বালক সাইন সিনহা তার ১৩ তম জন্মদিনটি চিরস্মরণীয় করে রাখল তার কীর্তির মধ্য দিয়ে। নিজের পছন্দের সাইকেল কেনার জন্যে জমানো টাকা এদিন সে তুলে দিলো করোনা আক্রান্তের সেবায় রেড ভলেন্টিয়ার্সদের হাতে। অনেকদিন ধরেই বালক সাইনের ইচ্ছে মোটা চাকার একটা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানোর। সেই লক্ষ্যেই নিজের পিগি ব্যাঙ্কে টাকা জমাচ্ছিল সে। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই যেভাবে রেড ভলেন্টিয়ার্সরা কোভিড আক্রান্তের সাহায্যে এগিয়ে আসেন একের পর সেই খবর দেখে অনুপ্রাণিত হয় ১৩ বছর বয়সী সাইন। তার পছন্দের সাইকেল কেনার জন্যে জমানো টাকা সে লাগাতে চায় করোনা আক্রান্তের সেবায়। যার মাধ্যম হিসেবে তার পছন্দ রেড ভলেন্টিয়ার্সরা। আর সেই কাজের জন্যে বেছে নেওয়া হয় তার ১৩ তম জন্মদিনটিকে।
শুক্রবার নিজের জন্মদিনে হাওড়ার বালিতে রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেয় সাইন। তার ব্যক্তিগত পছন্দের দীপ্সিতা আন্টির হাতে সে তুলে দেয় তার পিগি ব্যাঙ্ক। এমন দান পেয়ে স্বভাবতই আনন্দিত সকলেই। এমন মহার্ঘ দান তাঁরা কখনই পাননি এমনটাই জানালেন রেড ভলেন্টিয়ার্সদের পক্ষে কমরেড দীপ্সিতা ধর। জন্মদিনের বিশেষ দিনে রেড ভলেন্টিয়ার্স দাদা দিদিদের সঙ্গেই কেক কেটে সেলিব্রেশন করে সাইন। ছোট্ট সাইন নাম লেখায় রেড ভলেন্টিয়ার্স গ্রুপে। আতিমারীতে কাজের জন্য করোনাজয়ী ওর সিঙ্গেল পেরেন্টস বাবা কিছুদিন আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাবার থেকে পিছিয়ে নেই করোনা জয়ী ছেলেও। শুক্রবার এইভাবেই ছেলের জন্মদিন পালনের ইচ্ছাকে মেনে নেন ওর বাবা।