এই মুহূর্তে জেলা

জনসমক্ষে মুচলেকা পড়িয়ে, বিজেপি কর্মীকে দোকান খোলার অনুমতি তৃণমূলী দাদাদের!

সুদীপ দাস, ১২ জুন:- শুধু লেখানোই নয়, মাইক হাতে জনসমক্ষে সেই মুচলেকা পড়ার পরই নিজের দোকান খোলার অনুমতি মিললো বিজেপি কর্মীর। তালিবানী কায়দায় মুচলেকা পড়ানোর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর ধনিয়াখালি বিধানসভার। ধনিয়াখালি থানার বেলমুড়ি পঞ্চায়েতের রাধাবল্লভপুরের বাসিন্দা তথা বিজেপি কর্মী বাপ্পা করের একটি মোবাইলের দোকান রয়েছে স্থানীয় ফ্রিডার রোড এলাকায়। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই ঘরছাড়া বাপ্পা ঘরছাড়া ছিলো বলে অভিযোগ। ফলে তাঁর দোকানটিও বন্ধ ছিলো। অভিযোগ সেই দোকান খোলার অনুমতির জন্য বাপ্পাকে তৃণমূল কর্ছি বলে রিতিমত মুচলেকা লেখানো হয়। শুধু লেখানোই নয়, দোকান খোলার অনুমতি মেলার জন্য জনসমক্ষে মাইকে সেই মুচলেকা পরে শোনাতে হয় বাপ্পাকে।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। তৃণমূলের বেলমুড়ি অঞ্চল সভাপতি সুব্রত ব্যানার্জী বলেন লোকসভায় হুগলীতে ভালো ফল করার পর বিজেপি কর্মী বাপ্পা এলাকায় সন্ত্রাস করছিলো। আর বিধানসভা ভোটের ফল প্রকাশের পরই তাই সে ভয়ে ঘরছাড়া হয়ে যায়। যদিও বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করে বাপ্পা তৃণমূলে যোগদানের কথা বলে এবং দোকান খুলিয়ে দেওয়ার আবেদন জানায়। আমরা শুধু ওর দোকান খুলিয়ে দিয়েছি ওকে দলে নেবে কিনা সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে। অন্যদিকে এবিষয়ে বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন অত্যন্ত ন্যাক্কাজনক ঘটনা। শাসক দলের এখন করোনা নিয়ে কাজ করার সময়। এই সময়ে যদি ওরা এভাবে অত্যাচার করে তাহলে বিজেপিও একদিন তার জবাব দেবে।