হাওড়া, ১২ জুন:- ভোটের আগে হাওড়ায় দল ছেড়ে যারা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেইসব দলবদলুদের আর দলে না ফেরাতে দিদির কাছে বিশেষ আর্জি জানালেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। শনিবার বালিতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য করেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, ডাঃ রথীন চক্রবর্তী, জটু লাহিড়ী, অনুপম ঘোষ সহ অনেকেই হাওড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদের উদ্দেশ্যেই এদিন নাম না করে একহাত নেন প্রসূন। পাশাপাশি, মুকুলের ঘরে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিতই নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে মুকুল রায়কে দলে গ্রহণ করেছেন।
আমি মনে করি মুকুল রায়ের মতো মানুষ দলে এলে আবার ভালোভাবে থাকতে পারবেন। উনি আমাদের দলের প্রতিষ্ঠার দিন থেকে রয়েছেন। দিদি ওনাকে এতো সম্মান দিয়েছেন আমরা গর্বিত। দিদি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রমাণিত। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। মুকুলের দলে আসাটা স্বাগতম। তবে, দিদির কাছে আমার অনুরোধ, বিধানসভা ভোটের আগে শেষ মুহুর্তে হাওড়ায় দল ছেড়ে যারা বেরিয়ে অন্য দলে গেছেন, তাঁদের যেন দলে আর ফেরানো না হয়। লড়াই ছেড়ে যারা সেদিন পালিয়ে গিয়েছিল, তাদের দলে নেওয়া উচিত নয়। আমরা আবেদন করব দিদির কাছে হাওড়ার যারা গেছেন তাদের আর দলে ফেরানো যাবেনা। এদের দলে ফেরানো হলে কর্মীরা সেটাকে মেনে নেবে না। এই দলে আর তাদের ( দলবদলু বেইমানদের ) দরকার নেই।”