এই মুহূর্তে কলকাতা

ডানকুনি থেকে কলকাতা বন্দরের মধ্যে রো-রো ভেসেল পরিষেবা চালু করার পরিকল্পনা রাজ্যের।

কলকাতা , ৯ জুন:- বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ডানকুনি থেকে কোলকাতা বন্দরের মধ্যে রো রো ভেসল্ পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্ব ব্যাঙ্ক ও প্রকল্পটির সমীক্ষক প্রতিনিধিদের এ বিষয়ে এক বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়৷ ২০২২ এর এপ্রিলের মধ্যে এই প্রকল্পটি রূপায়িত হবে বলে জানিয়েছেন ফিরহাদ। যেহেতু ডানকুনি প্রস্তাবিত পূর্বাঞ্চলীয় ফ্রেট করিডরে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব হয়ে উঠছে, তাই সড়ক পথ এড়িয়ে এখান থেকে পণ্যবাহী লরিগুলিকে গঙ্গায় জলপথে সরাসরি ভেসলযোগে কোলকাতা বন্দরে পাঠানোর ব্যবস্থা করা হবে ৷ এজন্য সমীক্ষার পর ডানকুনি রেল হাবের নিকটে গঙ্গায় বার্থ ও জেটি নির্মান করা হবে ৷ এর ফলে শুধু যে সড়কে যানজট কমবে, তাই নয়, খুব দ্রুত রো-রো ভেসলে বন্দরে পণ্য আনা নেওয়া সম্ভব হবে বলে পরিবহন মন্ত্রী জানান৷