এই মুহূর্তে কলকাতা

আগামী তিনমাস আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব থাকবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন – চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যেভাবে মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তা আইনসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা কাম্য নয়। হেরে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। রাজ্যের নির্বাচিত সরকারের সঙ্গে লাগাতার বৈমাত্রেয় সুলভ আচরণ করছে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, কেন্দ্র সরকার বাংলার একটা মানুষের এই ধরনের অসুবিধার সময় পাশে রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হ‌ওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেখানে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিজেপির বিধায়ক ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে

নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের দাবি জানান। কিন্তু কি এমন হল যে ২৪ তারিখ মেয়াদ বৃদ্ধি করা হলেও চারদিনের মধ্যে মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হল। আমাদের প্রশ্ন যে এই তলব আইনসম্মত কি না? এই সিদ্ধান্ত কি কলাইকুন্ডার ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়নি তো?’ প্রশ্ন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি আরও জানিয়েছেন, আজকে দাঁড়িয়ে যখন কোভিড পরিস্থিতি মোকাবিলা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন এই সিদ্ধান্ত বিধিসম্মত কি না। আমরা একটা সংবাদমাধ্যম দেখলাম কেন্দ্রিয় আইনমন্ত্রী বলেছেন যে মুখ্যসচিব নাকি প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াকআউট করেছেন। এই তথ্য উনি কোথা থেকে পেলেন? তিনি কোন আইনে এটা বললেন যে ওয়াকআউট করার জন্য মুখ্যসচিবের বিরুদ্ধে এই পদক্ষেপ করা যায়? আইন নিয়ে খেলা করবেন না।’ রাজ্যের প্রতি বঞ্চনা ও এই আচরণের নিন্দা করে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী তিনমাস আলাপন বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মুখ্যসচিব হিসাবে থাকবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন।