হাওড়া , ২৯ মে:- হাওড়ায় লিলুয়ার বামুনগাছিতে পরিত্যক্ত কোয়ার্টারের একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল। শুক্রবার গভীর রাতে ঘটনার পর বাড়ির ভাঙা অংশ শনিবার সকাল পর্যন্ত বিপদজনক অবস্থায় ছিল। অন্যদিকে, বাড়ি ভাঙার ফলে উপড়ে পড়ে একটি ইলেকট্রিক পোস্ট। জমা জলের উপরেই পড়ে রয়েছে পোস্ট ও ভেঙে যাওয়া বাড়ির অংশ। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা অমিতাভ সামন্ত জানান, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ইলেকট্রিক পোস্টের উপর ভাঙা অংশ পড়ে যায়।
বেরিয়ে দেখি এই অবস্থা। এরপর বিদ্যুৎ সরবরাহ সংস্থাকে খবর দেওয়া হয়। রাতে তারা এসে লাইন কেটে দিয়ে যায়। এখানে জল জমার সমস্যা সারা বছরের। সর্বক্ষণ এখানে জল জমে থাকে। তার উপর আবার এই ঘটনা। আরেক স্থানীয় বাসিন্দা বাদল মল্লিক জানান, রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যুতের লাইন ছিল না। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে ডাকা হয়। ওনারা এসে লাইন কেটে দিয়ে যান। বিল্ডিংটি ভেঙে পড়ার জন্য পাশের দোকান ভেঙে গেছে। এর সঙ্গে বিল্ডিং ভেঙে বিদ্যুতের পোলের ওপর পড়ে। তার টানেই পড়ে পোলটি পড়ে যায়।