এই মুহূর্তে জেলা

সেফ হোম ও রেসকিউ সেন্টারগুলো ঘুরে দেখলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড় কেন্দ্রেও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আজ সকালে ডোমজুড়ের বেশ কয়েকটি রেসকিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড় বিধানসভা এলাকায় যে ১৫টি অঞ্চল রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত গুলিতে সরকারি স্তরে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা কাজ করছে। ইতিমধ্যেই এই সমস্ত অঞ্চলগুলিতে একদিকে যেমন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রেসকিউ সেন্টার করা হয়েছে, পাশাপাশি কোভিড মোকাবিলায় সেফ হোম তৈরি করা হয়েছে। এই সমস্ত কেন্দ্রগুলিতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি রাখা হয়েছে। বিধায়ক আশা করেছেন আমফানের অভিজ্ঞতা থেকে এবার ইয়াসের মোকাবিলায় তারা অনেকটাই আগাম প্রস্তুতি নিয়েছেন। এর পাশাপাশি ঝড়ে গাছ পড়লে বা কোনও বাড়ি ভেঙে গেলে বা কোন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই প্রস্তুতি রাখা হয়েছে।