কলকাতা, ২৩ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব লীলা মোকাবিলায় সুন্দরবন দপ্তর প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা আকাশবাণীতে জানিয়েছেন ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঝঞ্ঝা কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এইজন্য বিদ্যুতের স্তম্ভ ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন মহকুমায় মজুদ করা হয়েছে। এছাড়াও অতি মারি সময় এই দুর্যোগে বিভিন্ন এলাকায় সেফহোম তৈরি করা হয়েছে। রাখা হচ্ছে অতিরিক্ত অ্যাম্বুলেন্স। সুন্দরবনের কভিদ হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে।
সুন্দরবনের নদী সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েত ও দূরবর্তী দ্বীপ ঘোড়ামারা, গোবর্ধনপুর, মৌসুমী ইত্যাদি এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হচ্ছে। পঞ্চায়েতগুলিকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী কেনার জন্য আপৎকালীন ভিত্তিতে টাকা মঞ্জুর করা হয়েছে বলে বঙ্কিম বাবু জানান। সুন্দরবনের নদী বাঁধ গুলি মেরামতির কাজ ইতিমধ্যেই সেচ দপ্তর যুদ্ধকালীন ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেছে। এনডিআরএফ এর দল ইতিমধ্যেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৌঁছেছে। ঝড়ের তান্ডবে গাছ উপড়ে পরলে দ্রুততার সঙ্গে তা সরিয়ে ফেলতে এনডিআরএফ পূর্ত দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এদিকে, ইয়াসের মোকাবিলায় রাজ্যের সরকারি দপ্তরের প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মন্ত্রিসভার জরুরী বৈঠক ডেকেছেন বলে জানা গেছে ।