এই মুহূর্তে জেলা

সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন চুঁচুড়ার সংখ্যালঘু ভাইরা।


হুগলি, ২৩ মে:- সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন চুঁচুড়ার মোগলপুরার সংখ্যালঘু মুসলিম ভাইরা। পাড়ারই এক হিন্দু বোনের দেহ সৎকারে মুসলিম ভাইরা রীতিমতো কাঁধ দিলেন। বোনের সৎকারে তার আত্মার শান্তির উদ্দেশ্যে বলো হরি হরি বোল ধ্বনি, রাম নাম সত্য হ্যায় শোনা গেল তাদের মুখে। একেই হয়তো মানব ধর্ম বলা হয় যা সারা বিশ্বের সমস্ত ধর্মগুরুরা প্রচার করে গিয়েছিলেন। শনিবার রাতেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মারা যান বছর চল্লিশের পুতুল চৌধুরী। পুতুল চুঁচুড়ার মোগলপুরায় তার বৃদ্ধা মাকে নিয়ে বাস করতেন।

মা মেয়েতে লোকের বাড়িতে কাজ করে কোনোরকমে দিন গুজরান করতেন। কিন্তু পাশে সবসময়ই সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকার মুসলিম ভাইরা। তারা বিপদে আপদে সবসময়ই ঝাঁপিয়ে পড়তেন। বোনের অসুখ হয়েছে শুনে চলতি মাসের ১৫ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করেন মুসলিম ভাইরা। কিন্তু বোনকে ফেরানো যায় নি। শনিবারই বোন সকলকে ছেড়ে যাত্রা করেছেন। তাই সকলেরই মন খারাপ। অবদুল কালাম সহ অন্যান্যরা জানান এই কাজের জন্য তারা কৃতিত্ব দাবি করেন না। যদি বোনকে ফেরাতে পারতাম তবে খুশি হতাম। উপরওয়ালা চান নি তাই বোনকে হারিয়েছেন। তবে যেখানেই থাকুক সে যেন ভাল থাকে এটাই প্রার্থনা করেন তারা। মুসলিম ভাইদের এই কাজে খুশি এলাকাবাসী। তাদের বক্তব্য ওরা আজ যে কাজ করেছে তা দেখে মানুষ শিক্ষা নেবে।