এই মুহূর্তে জেলা

ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু সিঙ্গুরে।

হুগলি , ২৩ মে:- সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু করল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। গতবছর আমফানের ঝড়ে সিঙ্গুর ব্লকের বিভিন্ন এলাকায় কাটা ফসল সহ পাকা ধান নষ্ট হয়েছিল। এই বছর মাঠে পড়ে রয়েছে পটল, ফুলকপি, উচ্ছে, করলা, ঢেঁড়স, তিল সহ পাকা বোরো ধান। আতঙ্কে রয়েছে কৃষকরা। একে আংশিক লকডাউন পরিস্থিতির কারণে বাজারে বিক্রির অভাবে মাঠের ফসল মাঠেই পড়ে নষ্ট হচ্ছে। তার উপর ইয়াস ঝড় নতুন করে আতঙ্কিত সিঙ্গুরের কৃষকরা।