সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।
Related Articles
নেই সমর্থকদের ডার্বি জয়ের প্রার্থনা, তৱুও ডার্বি জিততে মরিয়া ভিকুনা।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১৮ জানুয়ারি:- ‘১ বছরের ওপর আমরা অপেক্ষা করেছি। আর কয়েকদিন আমরা অপেক্ষা করতে পারতম না ! নিশ্চই পারতাম। ঠিক ডার্বির আগেই এটিকের সঙ্গে যুক্ত হতে হল। আমরা এত ভালো ফর্মে । আমাদের আর ডার্বি নিয়ে কোনো মাথাব্যাথা নেই।’ ডার্বির আগেরদিন মোহনবাগান এক সমর্থকের মন্তব্য এরকমই। চিমটি কেটে দেখতে হবে ডার্বির আগেরদিন তো ! […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উনুন জ্বালিয়ে রান্না বিধায়কের।
সুদীপ দাস, ২৬ মার্চ:- পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের উর্দ্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়েছে। এবারে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উঁনুন জ্জ্বালিয়ে রান্না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। শনিবার সকালে চুঁচুড়া আখনবাজার মোড়ে মাটির উঁনুনে কাঠের জাল দিয়ে রান্না করেন বিধায়ক। সঙ্গে ছিলেন পৌরপ্রধান অমিত রায়, উপ-পৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান তথা […]
রামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভায় বিজেপির বিক্ষোভ অব্যাহত।
কলকাতা, ২৫ মার্চ:- রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে গতকালের পর আজও বিধানসভায় বিজেপি পরিষদীয় দল মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখায়।, অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে স্লোগান সহ এই বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি-র মুখ্য সচেতক মনোজ টিগ্গা দাবি করেন পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে ওই হত্যাকাণ্ডের বিবৃতি দিতে হবে। বিক্ষোভের মধ্যেই বিধানসভায় চলতি অর্থবছরের অতিরিক্ত ব্যয় মঞ্জুরি […]