সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।
Related Articles
সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে, কোন্নগর কলেজের গেটে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ৩০ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন কলেজের সামনে শুরু হয়েছে আরজি কর ঘটনার প্রতিবাদ। কোন্নগরের হীরালাল পাল কলেজ সামনেও মঞ্চ বেঁধে প্রতিবাদে নামেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তবে অন্যান্য কলেজের থেকে নবগ্রাম হীরালাল পাল কলেজ একটু আলাদা কারণ সেখানে ঘটে যাওয়া ঘটনার জন্য। দিনকয়েক আগে আর জি কর ঘটনার প্রতিবাদ করায় এসএফআইয়ের এক […]
রূপনারায়ণ নদে নৌকাডুবি, নিখোঁজ ৬, পিকনিক সেরে ফেরার পথে দুর্ঘটনা।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- বাগনানের রূপনারায়ণ নদে নৌকাডুবি, এখনো নিখোঁজ ৬। পিকনিক সেরে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাটের কাছে রূপনারায়ণ নদের উপর ওই নৌকাডুবির ঘটনা ঘটে। কমপক্ষে ৬ জন এখনো নিখোঁজ বলে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন হাওড়ার বেলগাছিয়া সহ বিভিন্ন এলাকা থেকে একটি দল পিকনিক করতে বাকসীহাটের অপরপ্রান্ত দুধকোমরার […]
আগামী দুদিন রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা, ১২ জুলাই:- ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও পূর্ণিমার কোটালের জেরে আগামী কাল ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলিতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছে।এর ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরির আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।মৎস্য দফতরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে […]









