এই মুহূর্তে জেলা

পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্র আরামবাগ।

আরামবাগ , ২১ মে:- বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় রনক্ষেত্র আরামবাগের পুর্ব কেশবপুরের স্বামীজি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, লকডাউন জারি রাখতে পুলিশ তৎপরতা দেখালে আক্রান্ত হয় পুলিশ।গাড়ি ভাঙ্গচুর করা হয়। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কেশবপুরে লকডাউন ভেঙে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠছিলো। বার বার পুলিশের কাছে এলাকা থেকে ফোনে অভিযোগ আসতে থাকে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যায় এবং লকডাউন বজায় রাখার জন্য বার বার বার্তা দেয়। কিন্তু স্থানীয় কিছু যুবক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ও পুলিশকে আক্রমণ করে। আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও পুলিশের গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে আরামবাগ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।