আরামবাগ , ২০ মে:- আবারও রনক্ষেত্র খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চল। তৃনমুল ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত এক বিজেপি কর্মী। খানাকুলের বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভর্তি আরামবাগ মহকুমা হাসপাতালে। আহত বিজেপি কর্মীর নাম ঘনশ্যাম রানা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ কিশোরপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত শাখারী পাড়ায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ঘনশ্যাম রানা গুলিবিদ্ধ হয় এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে বিজেপি খানাকুল থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।
এই বিষয়ে আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ জানান, রাতের অন্ধকারে আমাদের এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয়। তৃনমুল রক্তের রাজনীতি করছে। এই ভাবে চলতে পারে না। বাংলায় নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বাংলায় শান্তি নেই। এদিন এলাকায় শান্তি ফেরাতে ও দোষীদের গ্রেফতারের দাবীতে খানাকুল থানায় বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চলের তৃনমুল নেতা সন্দীপ বর জানান, এই ঘটনার সঙ্গে তৃনমুল যুক্ত নয়। মদ্যপ অবস্থায় মারামারি হয়। যে ছেলেটি আহত হয়েছে ও এলাকায় বিজেপি করে না। মদ খেয়ে ঘুরে বেড়ায়। নিজেরা মারপিট করেছে। সবমিলিয়ে এই ঘটনায় খানাকুলে চাপান-উতর শুরু হয়েছে।