মহেশ্বর চক্রবর্তী , ১৯ মে:- সংবাদ মাধ্যমে খবরের জেরে নড়েচড়ে বসলো আরামবাগ পৌরসভা। এদিন হুগলি জেলার আরামবাগ শহরের বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে থাকা ভবঘুরেদের করোনা পরিস্থিতিতে রান্না করা খাবার পৌঁছে দিলেন পৌর প্রশাসক স্বপন নন্দী। মঙ্গলবার হুগলি জেলার মধ্যে আরামবাগ শহরে লকডাউনে ভবঘুরেদের অসহায় অবস্থা নিয়ে খবর পরিবেশিত হয়। এর পরই আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী উদ্যোগ নিয়ে শহরে থাকা ভবঘুরেদের জন্য খাবারের ব্যবস্থা করেন। এদিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের হাতে খাবার তুলে দেন। পাশাপাশি লকডাউনে আগামী দিনে তাদের যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করেন। উল্লেখ্য সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে এক প্রকার ঘরবন্দী মানুষ। রাজ্যে রাজ্যে চলছে লকডাউন। আর এই জন্য বন্ধ গনপরিবহন ব্যবস্থা। বাস থেকে শুরু করে ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ভবঘুরে মানুষেরা।
হুগলি জেলার প্রায় সব স্টেশন ও ভবঘুরেদের দেখা মেলে। লকডাউনেও তাদের অসহায় ও ক্ষুদার্থ ভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে দোকান ও হোটেল বন্ধ থাকায় না খেয়ে দিন কাটছে এদের। হুগলি জেলার আরামবাগ রেল স্টেশনেও বেশ কয়েক জনকে ঘুরতে দেখা গেলো। ক্ষুদার্থ দৃষ্টিতে নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটছিলো ভিক্ষুকটি। এই খবর সংবাদ মাধ্যমে জানার পর আরামবাগ পৌরসভা থেকে আরামবাগ শহরের ভবঘুরেদের জন্য খাবারের ব্যবস্থা করে পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি এই বিষয়ে বলেন, আমরা আরামবাগ শহরের রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে এলাকায় যে সমস্ত ভবঘুরে আছে তাদের জন্য খাবার দিয়েছি। সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেই আমরা এই উদ্যোগ নিয়েছি। কেউ যাতে লকডাউনে অভুক্ত না থাকে সেই ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ভবঘুরেদের জন্য আরামবাগ পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।