এই মুহূর্তে জেলা

পথ কুকুরদের পাশে হুগলির সিঙ্গুরের যুবকেরা।


হুগলি , ১৮ মে:- করোনা মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের । হোটেল, চায়ের দোকান, বাজার বন্ধ রয়েছে সারা দিন, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না । সেই কারনে দ্বিতীয় লকডাউনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা সৌম্যদীপ পাকিরা। তিনি জানিয়েছেন সকল প্রাণীর বাঁচার অধিকার আছে, মানুষের জন্য সরকার আছে, কিন্তু এদের জন্য মানুষ যদি না ভাবে তাহলে এরা বাঁচবে কি করে ? তিনি আরো জানান গত বছরেও লকডাউনে তিনি পথ কুকুরদের খাওয়ানোর এই উদ্যোগ নিয়েছিলেন এবং উনার সাধ্যমত পুরো লকডাউনটাই পথ কুকুরদের খাবার খাইয়ে মনে তৃপ্তি পেয়েছিলেন, তাই গত বছরের ন্যায় এই বছরও দ্বিতীয় লকডাউনের প্রথম দিন থেকেই অর্থাৎ ১৬ ই মে সোমবার থেকেই সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘুরে পথ কুকুরদের খাবার বিতরণ করেন এবং লকডাউন যতদিন চলবে তিনি এই ভাবেই প্রতিদিন পথ কুকুরদের খাবার বিতরণ করবেন বলে জানিয়েছেন ।

রাজ্য জুড়ে লকডাউন তার মধ্যেও সকালে বাজার করার জন্য কিছুটা সময় দিয়েছে সরকার, সেই সুযোগেই তিনি বাজারে গিয়ে পাঁচ কেজি চাল এবং দুই কেজি মাংস কিনে আনেন এবং ওনার মায়ের সহযোগিতায় সেগুলি রান্না করে সেই খাবার দুটি বন্ধুকে সঙ্গে নিয়ে সিঙ্গুর থানার অন্তর্গত কিছু এলাকায় পথ কুকুরদের মধ্যে বিতরণ করেন। আর সেই খাবার পেয়ে আনন্দে চেটেপুটে খায় পথ কুকুরেরা, প্রথম দিনেই তিনি ৬৩ টি পথ কুকুরকে খাবার খাইয়েছেন বলে আমাদের জানান। সর্বশেষে তিনি সকলের কাছে অনুরোধ করেন নিজ নিজ এলাকায় পথ কুকুররা যেন অভুক্ত না থাকে সে ব্যাপারে একটু নজর রাখতে এবং সাধ্যমত তাদের কিছু খাবার দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে ।