এই মুহূর্তে কলকাতা

গ্রেপ্তার হওয়া ৪ জন অভিযুক্তকেই হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই এর।


কলকাতা , ১৭ মে:- নারদ কাণ্ডে রাজ্যের মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তারিকে কেন্দ্র করে সরগরম কলকাতা থেকে জেলা। নিজাম প্যালেস থেকে শুরু করে রাজভবন এবং জেলায় জেলায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দফায় দফায় বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। নেতাদের গ্রেফতার করে নিজাম প্যালেসে আনার পরই, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেলা বাড়তেই কাতারে কাতারে বাইরে জড়ো হতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা নিয়ে শুরু হয় স্লোগান।

যত সময় এগোতে থাকে, তত বাড়তে থাকে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়। শেষে বাধ্য হয়ে নিজাম প্যালেসের সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে রাজ্য ও কলকাতা পুলিশ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে, গ্রেফতার হওয়া মন্ত্রী-বিধায়কদের আদালতে পেশ করা অসম্ভব হয়ে পড়ে। অনলাইন শুনানির ব্যবস্থা করা হয়। সেই শুনানি সদ্য শেষ হয়েছে। যেখানে গ্রেপ্তার হওয়া ৪ জন অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এদিকে প্রায় ৬ ঘন্টা নিজাম প্লেসে উপস্থিত থাকার পরে সদ্য সেখান থেকে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।