এই মুহূর্তে কলকাতা

সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কলকাতা , ১১ মে:- বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগার গুলিতে ভিড় কমাতে রাজ্য সরকার সেখানকার বন্দি আবাসিকদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে ধাপে ধাপে এই কাজ শুরু হবে বলে কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে কারা বিভাগের আধিকারিকরা আজ বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে বন্দী দুই হাজার সাতশো সাজাপ্রাপ্ত আবাসিককে প্যারোলে ছাড়া হবে বলে স্থির হয়েছে।

তাদের প্যারোলে ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরে অন্য বিচারাধীন আবাসিকদের জামিনে মুক্তির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে বলে আজকের বৈঠকে ঠিক হয়েছে। সংক্রমণ আটকাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবাসিকদের সঙ্গে তাদের আত্মীয় পরিজনদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সব আবাসিকদের একসঙ্গে ওয়ার্ডের বাইরে বের না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর করোনা সংক্রমনের জন্য একইভাবে বেশকিছু আবাসিককে প্যারোলে ছাড়া হয়েছিল।