এই মুহূর্তে জেলা

বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।

মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে ওই স্কুল ছাত্রী এবং গাড়িটির গতী নিয়ন্ত্রণহীন থাকায় সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুমি নামের স্কুলপড়ুয়া পরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ এসে বিক্ষুব্ধ জনতার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয় তবে সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনার কারণে শোকোস্তব্ধ হয়ে পড়ে বাহাদুরপুর গ্রাম সহ ওই এলাকা।