এই মুহূর্তে জেলা

রিষড়ার পুরো-প্রশাসকই পরিত্রাতা , শ্বশুরবাড়ি থেকে তাড়ানো করোনা আক্রান্ত গৃহবধূর মিললো চিকিৎসা।

হুগলি , ৬ মে:- করোনা আক্রান্ত এক গৃহবধূকে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করে মানবিকতার নজির গড়ল রিষড়া পুরসভা। বৃহস্পতিবার ডানকুনির এক গৃহবধূ করোনা আক্রান্ত হতেই বধূর শ্বশুড় বাড়ির লোকজনেরা তাকে বাপের বাড়ি গিয়ে থাকার নিদান দেয়। শ্বশুড় বাড়ির চাপে কার্যত বাধ্য হয়েই বধূ শ্রীরামপুরে বাপের বাড়ি চলে আসেন। কিন্তু বাপের বাড়িতে একটা মাত্র ঘর থাকায় আক্রান্ত মেয়েকে নিয়ে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে হাজির হন বধূর বাবা। কিন্তু কোভিড প্রোটকলে হাসপাতালে ভর্তি হতে না পেরে দিশেহারা হয়ে পড়ে বধূ ও তার বাবা।

জনৈকর সহযোগিতা নিয়ে রিষড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা পুরপ্রশাসক বিজয় মিশ্রকে ফোন করে করোনা আক্রান্ত বধূ তার চিকিৎসাজনিত অসহায়তার কথা জানাতেই বিজয় তাকে রিষড়া সেবা সদনের সেফ হাউসের সামনে আসার পরামর্শ দেন। টোটোয় চেপে বধূ তার বাবা কে নিয়ে সেবা সদনের সেফ হাউসের সামনে হাজির হতেই পুরপ্রশাসকের নির্দেশ মতো পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গ্যোপাধ্যায় বধূকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। বিজয় মিশ্র বলেন, আমরা মানব ধর্ম পালন করেছি। বধূ বলেন ভগবানের মতো পুরপ্রধান ও পুরসভার নোডাল অফিসার আমার জীবন বাঁচিয়েছেন।