কলকাতা , ৬ মে:- রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মন্ত্রকে রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। দলটি কিছুক্ষণ আগে দমদম বিমানবন্দরে নেমে সরাসরি নবান্নে পৌঁছে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। এরপরে তারা কলকাতার বেলেঘাটা, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সাতগাছিয়া বিষ্ণুপুর এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।
Related Articles
লোকসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
কলকাতা, ২২ জুলাই:- ভোটের কাজে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে করে দিল। কলকাতার এক পাঁচতারা হোটেলে আজ কমিশনের তরফে বৈদ্যুতীন ভোট যন্ত্র – ইভিএম এবং ভি ভি প্যাট সংক্রান্ত ফাস্ট লেভেল চেকিং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সমস্ত জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকরা এই শিবিরে অংশ নেন। রাজ্যের […]
বিধানসভায় সর্বদলীয় বৈঠকে গড়হাজির বিজেপি ও আইএসএফ।
কলকাতা, ২৪ জুলাই:- মহিলাদের ওপর অত্যাচারের ইস্যুতে সরগরম হতে চলেছে বিধানসভার চলতি অধিবেশন।মণিপুরের লাগাতার হিংসা, নারী নির্যাতন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভার চলতি অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনছে। এদিকে মণিপুরের পাল্টা হিসাবে এরাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিজেপি অধিবেশনে সরব হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।বিধানসভার অধিবেশনের প্রথম […]
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলার।
কলকাতা, ১৪ মে:- জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের কাছে রাজ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকার হনন ও তাদের ওপর হিংসার প্রায় এক হাজার অভিযোগ জমা পড়েছে।দুদিনের রাজ্য সফরে থাকা কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলা আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার সময় এ রাজ্যে যে হিংসার পরিস্থিতি ছিল […]