এই মুহূর্তে কলকাতা

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল।


কলকাতা , ৬ মে:- রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মন্ত্রকে রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। দলটি কিছুক্ষণ আগে দমদম বিমানবন্দরে নেমে সরাসরি নবান্নে পৌঁছে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। এরপরে তারা কলকাতার বেলেঘাটা, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সাতগাছিয়া বিষ্ণুপুর এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।