হুগলি, ৪ মে:- নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করলেন উত্তরপাড়া পরাজিত বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন তিনি সাংবাদিকদের বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মধারা সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছিল ,এবং ২০১৯ এর বিপর্যয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা হাতে নিয়েছিল, তার ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে। এর সঙ্গে সঙ্গে তিনি নিজের দলের সাংগঠনিক দুর্বলতা সম্বন্ধে বলতে গিয়ে বলেন সে একটা দুর্বলতা তো ছিলই এমনকি বুথ স্লিপ পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে পারা যায়নি, যেটা করতে পারেনি বিজেপির কর্মীরা।
প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায আবেদন় কে বাংলার মানুষ অনেক বেশি গ্রহন করেছিল বলে আজ এই ফল। তিনি বলেন বলতে অস্বীকার করে কোন লাভ নেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুরো বিজেপি এখানে ঝাঁপিয়ে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই মানুষ গ্রহণ করেছেন, তার জন্যেই এই ফলাফল ।এর সঙ্গে তাকে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আহ্বান জানিয়েছেন যারা দলে ফিরতে চায় তারা স্বাগত, এ প্রসঙ্গে প্রবীর বলেন এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে করোনা পরিস্থিতির মোকাবিলা। যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন সেইটাই এখন প্রথম প্রায়োরিটি তারপরে রাজনীতি। আগে মানুষ বাঁচবে তারপরে তো রাজনীতি।