হাওড়া , ২ মে:- সম্পূর্ণ ফলাফল হাতে না এলেও হাওড়ায় ১৬ – ০ ব্যবধানে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত শিবপুর, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, জগৎবল্লভপুর, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, পাঁচলা কেন্দ্রে সরকারিভাবে তৃণমূলের জয়ের খবর এসেছে। বাকি কেন্দ্রগুলিতেও জয়ের দোরগোড়ায় রয়েছে তৃণমূল। এবার হাওড়ায় বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে ১৬ – ০ তে জয়ের পথে তৃণমূল। দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া বিজেপির হয়ে লড়েও তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছেন। হাওড়ায় স্বভাবতই এই বিপুল জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। এদিন সময় যতই এগিয়েছে ততই একে একে তৃণমূল কংগ্রেসের বিজয়রথ এগোতে থাকে। জয়ের খবর আসতে থাকে। উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা।
রাস্তায় আতসবাজি ফাটতে থাকে। সবুজ আবির খেলা হয়। তৃণমূলের বিপুল জয়ের ছবি সর্বত্রই দেখা যায়। বেলুড়েও উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। সেখানে তৃণমূল কর্মীদের জমায়েত দেখে পুলিশ ছুটে আসে। আসে র্যাফ। কোভিড প্রটোকল থাকায় তৃণমূল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়ার বালি কেন্দ্রে রানা চট্টোপাধ্যায়, উত্তর হাওড়ায় গৌতম চৌধুরী, মধ্য হাওড়ায় অরূপ রায়, শিবপুর কেন্দ্রে মনোজ তেওয়ারি, দক্ষিণ হাওড়া কেন্দ্রে নন্দিতা চৌধুরী, সাঁকরাইল কেন্দ্রে প্রিয়া পাল, ডোমজুড় কেন্দ্রে কল্যাণ ঘোষ, জগৎবল্লভপুর কেন্দ্রে সীতানাথ ঘোষ, পাঁচলা কেন্দ্রে গুলশন মল্লিক, আমতা কেন্দ্রে সুকান্ত পাল, বাগনান কেন্দ্রে অরুণাভ সেন, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে পুলক রায়, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে নির্মল মাজি, উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসু, শ্যামপুর কেন্দ্রে কালিপদ মণ্ডল এবং উদয়নারায়ণপুর কেন্দ্রে সমীর কুমার পাঁজা জয়ের পথে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই অনেকের নাম জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে।