এই মুহূর্তে কলকাতা

নন্দীগ্রামে চাপা উত্তেজনা থাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতা , ১ মে:- আগামীকাল রাজ্যের ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সংক্রমণ এড়িয়ে গণনা পর্ব সম্পন্ন করার ওপর বিশেষ জোর দিয়েছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রগুলিতে প্রবেশ কারী সকলের কোভিড পরীক্ষার নেতিবাচক রিপোর্ট বা দু দফার ভ্যাকসিন পাওয়ার সংশাপত্র বাধ্যতা মূলক করা হয়েছে। গণনা কেন্দ্র গুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের দীর্ঘ ভোটপর্বের শেষে এবার ফল ঘোষণার পালা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন অধীর আগ্রহে সেদিকে তাকিয়ে আছেন। তবে এবারের কোভিড জনিত পরিস্থিতি ও তার জেরে নির্বাচন কমিশনের জারি করা বিধি নিষেধ এই গণনা পর্বকে কিছুটা বিলম্বিত করতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর কোভিড দূরত্ববিধি বজায় রাখতে ১০৮ টি গণনাকেন্দ্রের জন্য কাউন্টিং হলের সংখ্যা এবার প্রায় দ্বিগুণ করা হয়েছে। ২০১৬ সালের নির্বাচনে কাউন্টিং হল ছিল ৩৮৫টি। এখন তা বেড়ে হচ্ছে ৭০৬ টি।

দূরত্ববিধি বজায় রাখতে কাউন্টিং হল ও টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে প্রতি রাউন্ডের ভোট গণনা শেষ করতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। নির্বাচন দপ্তর সূত্রে খবর সর্বনিম্ন ১৭ রাউন্ড এবং সর্বোচ্চ ৩০ রাউন্ড ধরে হতে পারে। ফলে চূড়ান্ত ফলাফলের জন্য এবার অন্যান্য বারের তুলনায় কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে প্রার্থীদের। এদিকে ভোট গণনার আগে এবারের ভোটের ভরকেন্দ্র নন্দীগ্রামে চাপা উত্তেজনা থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে নন্দীগ্রাম জুড়ে চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গড়চক্রবেডিয়া, কেন্দ্রেমারি, মহেশপুর, সোনাচূড়া, রেয়াপাড়া সহ নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহলদারি চলছে। অযথা কোনো জমায়েত দেখলেই তা হটিয়ে দিচ্ছে কেন্দ্রীয় জওয়ানরা জঙ্গলমহলের কয়েক যায়গা থেতে মাওবাদি পোষ্টার পাওয়া যাওয়ায় সেখানেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে।গণনা পর্বকে মসৃণ রাখতে ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ফল প্রকাশের পর যাতে কোন রকম উত্তেজনা না ছড়ায় তার জন্যও তৈরি রাখা হয়েছে ক্যুইক রেসপন্স টিম।