এই মুহূর্তে জেলা

কোভিডের সাথে লড়াই বজায় রেখেই ভোট গননা শুরু হবে রবিবার !

সুদীপ দাস , ১ মে:- কোভিড বিধি নিয়ে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেই হুগলী জেলায় ভোট গননা শুরু হতে চলেছে রবিবার সকালে। সকাল ৮টা থেকে গননা শুরু হলেও সকাল সাড়ে ৬ টা নাগাদ সকল প্রার্থীদের উপস্থিতিতে গনতন্ত্র তালাবন্দি দশা থেকে মুক্তি পাবে। স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে আসা হবে ভোট গননা কক্ষে। হুগলী জেলার ৪ টি মহকুমায় মোট ৭ টি গননা কেন্দ্রের ব্যাবস্থা করে হয়েছে। এর মধ্যে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি গননা কেন্দ্র, শ্রীরামপুর মহকুমায় ২ টি গননা কেন্দ্র এবং চন্দননগর ও চুঁচুড়া (সদর) মহকুমায় দুটি করে গননা কেন্দ্র রয়েছে। সাড়ে ছ’টায় ভোটিং মেশিন গননা কেন্দ্রে নিয়ে আসার পর সকাল ৭ টা থেকে পৌনে ৮ টার মধ্যে কাউন্টিং এজেন্টদের নির্দিষ্ট বিধি নিষেধ মেনে গননা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তার আগে যারা যারা গননা কেন্দ্রে থাকবে তাঁদের সকলের কোভিড টেষ্টের ব্যাবস্থাও করেছে জেলা প্রশাসন।

কোভিড রিপোর্ট হয় নেগেটিভ থাকতে হবে নয়তো কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। জেলায় প্রায় ১১০০কর্মী কাউন্টিং হলে নিযুক্ত থাকবে। মাস্ক, স্যানিটাইজার, থার্মালগান তো আছেই কাউন্টিং হলের ভিতর যারা বসবেন তাঁদের প্রতি তিনজনের মাঝের জনকে পিপিই কিট পরে বসতে হবে। প্রত্যেক কাউন্টিং ভ্যেনু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। যার কন্ট্রোল রুমও থাকবে কাউন্টিং ভ্যেনুর ভিতরে। হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি বলেন প্রত্যেকটি ঘড়ের দ্বায়িত্বে থাকবেন একজন করে সিনিয়ার ম্যাজিস্ট্রেট নতুবা এডিএম পদমর্যাদার অফিসার। কাউন্টিং ভ্যেনুর বাইরেও যাতে ভিড় না হয় সেদিকেও নজর থাকবে পুলিশ প্রশাসনের। শনিবার অর্থাৎ গননার আগের দিন প্রত্যেক গননা কেন্দ্রকে জীবানুমুক্ত করার কাজ চলে। গননার দিনও প্রত্যেক রাউন্ড শেষে জীবানুমুক্তকরন করা হবে বলে জানান জেলাশাসক।