এই মুহূর্তে জেলা

ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়।

হাওড়া , ৩০ এপ্রিল:- ভোটগণনার কাজে যুক্ত কর্মীদের কোভিডের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি হাওড়ায়। মানা হলো না সামাজিক দূরত্ব বিধি। হাতাহাতি, এমনকি ভাঙচুরের অভিযোগ উঠল। করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া এবার ঢোকা যাবে না ভোটগণনা কেন্দ্রে। অথবা থাকতে হবে কোভিড ভ্যাকসিন নেওয়া ২টি ডোজের শংসাপত্র। এই মর্মে হাওড়াতেও নির্দেশ জারি হওয়ার পর শুক্রবার হাওড়ার সদরের বিধানসভা কেন্দ্রগুলির জন্য কোভিডের র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের আয়োজন করা হয় হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়ামে। প্রথম দিকে এই প্রক্রিয়া ঠিকঠাক শুরু হলেও বেলা গড়াতেই ভীড়ের চাপে সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হাতাহাতি থেকে শুরু করে অব্যবস্থার ছবি ধরা পড়ে। হাওড়া সদরের ভোট গণনার সঙ্গে যুক্ত কর্মীদের এদিন কোভিড র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই করোনা টেস্টের জন্য হাওড়া সদরের ৮ টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার কাজে যুক্ত কর্মীরা সেখানে আসেন।

পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সেখানে সামাজিক দূরত্ব বিধি কার্যত শিকেয় ওঠে। কোভিড র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টের সময় সোস্যাল ডিসট্যান্স মানা হচ্ছেনা বলে অভিযোগ ওঠে। চূড়ান্ত অব্যবস্থার ছবি ভিড়ে ঠাসাঠাসি ছবি ধরা পড়ে। এমনকি বিশৃঙ্খলা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে। চূড়ান্ত অব্যবস্থা এবং দেরি হওয়া প্রভৃতির অভিযোগ তুলে ভাঙচুরের ঘটনাও ঘটনাও ঘটে শৈলেন মান্না স্টেডিয়ামে। এদিন সকালে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে নির্বাচনের গণনার কাজে যুক্তদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করে জেলা প্রশাসন। এদিনই রিপোর্ট দেওয়ার ব্যবস্থাও ছিল। এই খবর পাওয়ার পর হাওড়া শহরের বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, ডোমজুড়, সাঁকরাইল এবং পাঁচলা এই ৮ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে গণনার কাজে যুক্ত কর্মীরা আসেন করোনা র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট করাতে। সকাল থেকেই তারা পরীক্ষার জন্য ভিড় করেন।

পরীক্ষার জন্য ঘন্টার পর ঘন্টা চড়া রোদে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। ধীর গতিতে কাজ চলায় তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশি হস্তক্ষেপে পরে পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হয়। এরই মধ্যে সেই পরীক্ষার কাজ চলার সময়ে হঠাৎই উত্তেজনা ছড়ায় সেখানে আগত ভোট কর্মীদের মধ্যে। দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, কোভিড রিপোর্ট নেগেটিভ ছাড়া এবার কাউকেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশ জারি হয়। জানানো হয় এবার প্রার্থী, তাঁর এজেন্ট প্রতিনিধি, পুলিশ, ভোট গণনার কাজে যুক্ত সরকারি কর্মচারী, এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিকদেরও কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।