এই মুহূর্তে জেলা

কাকার সম্পত্তি বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে দখলের অভিযোগ জাতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩০ এপ্রিল:- বহিরাগত মস্তান এনে কাকা কাকিমার সম্পত্তি জোর করে দখল করতে গিয়ে পাড়ার লোকের তাড়া খেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে পাঁচিলের ওপর পড়ে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। পাড়ার লোকের অভিযোগ ওই বহিরাগতদেরকে জাতীয় মহিলা কাবাডি খেলোয়াড় পায়েল চৌধুরী ভাড়া করে এনেছিল। কাকা ও কাকী মাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তারা আজ রাতে কাকা ও কাকীমাকে জমি ছেড়ে দেওয়ার কথা বলে ভয় দেখাতে শুরু করে। এরপর কাকিমা চিৎকার শুরু করলে কাকিমার হাতে ক্ষুর চালিয়ে দেয় দুষ্কৃতীদের একজন। কাকিমার চিৎকারে পাড়ার লোক এসে ঘিরে ফেলে বাড়ি। এরপর দুই দুষ্কৃতীকে পাকড়াও করলে আর দুই দুষ্কৃতী সিড়ি দিয়ে ছাদে উঠে যায়। এবং সেখান থেকেই লাফ মেরে একজন পালিয়ে গেলেও একজন পাঁচিলের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বহিরাগত চারজনের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন পালিয়ে গেলেও একজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। তাদের আটক করে চন্দননগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পাড়ার লোকের অভিযোগ পায়েল জাতীয় খেলোয়াড় হওয়ার সুবাদে জোর করে তার কাকার সম্পত্তি দখল করতে চাইছে দীর্ঘদিন ধরে।এই হামেশাই ঝামেলা চলছে দুই পরিবারের মধ্যে। ক্ষমতার জোর খাটিয়ে পায়েলরা কাকার সম্পত্তি জোর দখল নিতে চাইত বলে পাড়ার লোক কাকার পাশে দাঁড়ায়। আর সেই জন্য আজ বহিরাগত গুন্ডা ভাড়া করে এনে কাকা কাকিমা কে প্রাণে মারার চেষ্টা করে পায়েলরা। চিৎকার শুনেই পাড়ার লোক এসে বাড়ি ঘিরে ফেলে। সেই সময় বহিরাগত একজন ছাদ থেকে লাভ দিয়ে পালাতে গিয়ে পাঁচিলের ওপর পড়ে গিয়ে মৃত্যু হয়। বাকি দুজনকে পাড়ার লোক ধরে তুলে দেয় পুলিশের হাতে। পাড়ার লোকের অভিযোগের ভিত্তিতে পায়েল চৌধুরী ও তার মা কৃষ্ণা চৌধুরীকে আটক করেছে চন্দননগর থানার পুলিশ। আহত পায়েলের কাকিমা মহুয়া চৌধুরীকে চন্দননগর হাসপাতলে এনে চিকিৎসা করা হয়। এই নিয়ে চন্দননগর এক নম্বর ওয়ার্ডে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাড়ার লোকের অভিযোগ ক্ষমতা দেখিয়ে নিরীহ কাকার উপর দীর্ঘদিন ধরেই তার বাড়ি দখল করার চেষ্টা করে আসছিল পায়েল। কিন্তু পাড়ার লোক বাধা দেয়াতেই আজ বহিরাগত এ নেই তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাড়ার লোকের অভিযোগের ভিত্তিতে পায়েল চৌধুরী ও কৃষ্ণা চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে চন্দন নগর থানায়।