এই মুহূর্তে জেলা

রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।

সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও সেই বস্তা নিয়ে যাওয়ার সময়ই স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসীরাই ওই ভ্যানচালকের পথ আটকায়। এরপর ফাঁকা বস্তা সরাতেই বেড়িয়ে আসে চিনি ভর্তি দুটি বস্তা। স্থানীয়দের বক্তব্য রাজ্য সরকারের গন বন্টন ব্যাবস্থার খাদ্যসামগ্রী এভাবে কালোবাজারে পাঠানো ঘোর অন্যায়।

বাসিন্দারা ভ্যান চালককে চেপে ধরতেই তিনি বলেন এই দু’বস্তা রেশনের চিনি চুঁচুড়া মল্লিক কাশেম হাটের জনৈক দেব নারায়ন সাউয়ের গোডাউনে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ উদ্ধার হওয়া চিনির বস্তা থানায় নিয়ে । ঘটনার পর রেশন দোকানের মালিকের দেখা না পাওয়া গেলেও পুলিশ তাঁকে থানায় দেখা করার নির্দেশ দেন। এদিনের ঘটনা যাই ঘটুক না কেনো ওই রেশন দোকানের বিরুদ্ধে যে গ্রাহকদের নানা বিষয়ে অভিযোগ রয়েছে তাঁর প্রমান স্মরূপ একটি ভিডিও এসেছে আমাদের কাছে। চলতি মাসের ৪তারিখে ঘটা সেই ভিডিওয় দেখা যাচ্ছে এক গ্রাহক সময়ে এলেও তাঁকে রেশন দিতে অস্বীকার করছেন দোকানের মালকিন!