এই মুহূর্তে কলকাতা

করোনায় মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়ার নিয়ম কিছুটা শিথিল করলো সরকার।

কলকাতা , ২৪ এপ্রিল:-করোনা রোগীর মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট পাওয়া নিয়ে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার এ সংক্রান্ত নিয়ম কানুন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে আজ এক সংশোধিত নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিৎসকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তাঁর চিকিৎসা চলছিল, সংশ্লিষ্ট সেই চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। কোনও করোনা রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় মাঝপথে মৃত্যু হলে সেক্ষেত্রে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তারাও ডেথ সার্টিফিকেট প্রদান করতে পারবেন।

পাশাপাশি, করোনায় মৃত রোগীর শেষকৃত্য সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতেও নির্দিষ্ট আধিকারিকদের এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে মৃত রোগীর পরিজনদের পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। শহরতলির ক্ষেত্রে সেই পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। গ্রামীণ এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।উল্লেখ্য সাম্প্রতিককালে রাজ্যে বহু ঘটনা সামনে এসেছে যেখানে করোনা রোগীর মৃতদেহ দীর্ঘকাল সৎকারের অভাবে বাড়িতে পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে রোগীর পরিজনদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।