এই মুহূর্তে জেলা

রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে


ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই বোমা-গুলি চালিয়েছে। তাদের দলীয় পতাকা,ব্যানার,ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এলাকার বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে অত্যাচার চালিয়েছে। তাদের হাত থেকে মহিলারাদেরও রেহাই মেলেনি। যদিও তৃণমূল দাবি ওরাই প্রথমে হামলা চালিয়েছে। এদিকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ওইদিন রাতেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৪ জন বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। দু’দলের বোমা-গুলির লড়াইয়ের জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এদিকে শনিবার সকালে বিজেপির কর্মী-সর্মথকরা নৈহাটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বেধে যায়। বাধ্য হয়ে ভিতর থেকে থানার মুল গেট বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি,পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকজন তাদের কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে। উল্টে পুলিশ তাদের কর্মীদেরই আটক করেছে। অবিলম্বে তাদের মুক্তি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এদিন নৈহাটি থানায় আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি থানায় ঢুকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।