কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা টিকাকরণে গতি আনতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী এবং বেসরকারি সংস্থার সহায়তা নিতে রাজ্যকে পরামর্শ দিয়েছে। আগামী ১ মে থেকে দেশ জুড়ে সার্বিক কোভিড টিকাকরণের নতুন পর্ব শুরু হবে। যদিও এরাজ্যে তা শুরু হবে ৫ তারিখ থেকে।তার আগে আজ টিকাকরণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযোজনে ফিল্ড হাসপাতাল তৈরি করতে বলেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নিতে বলা হয়েছে। ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য রাজ্যগুলি কেন্দ্রের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা সংসদের সহায়তা নিতে পারে বলে জানান হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এদিন কোভিড মোকাবিলার জন্য রাজ্যগুলিকে যে গাইডলাইন দেওয়া হয়েছে,
তাতে বলা হয়েছে যে হাসপাতালগুলি ভ্যাকসিন এর দাম ও মজুত সংক্রান্ত যে তথ্য পোর্টালে দিচ্ছে তা যথাযথ কিনা স্টক ও দাম কোউইনে জানিয়েছে, তাদের তা দেখতে হবে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে কীভাবে নাম নথিভুক্ত করবেন সেসম্পর্কে প্রচার চালাতে হবে। টিকাকরণ কেন্দ্রে ভিড় সামলানোর জন্য নানা দফতরকে পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। উপসর্গহীন এবং সামান্য উপসর্গযুক্ত করোনা রোগীদের আলাদা রেখে চিকিৎসা করার জন্য, কোভিড কেয়ার ফেসিলিটি তৈরি করতে হবে বলে কেন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছে। গবেষকদের দাবি, মে মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে দেশে ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ থেকে ৩৫ লাখে পৌঁছবে। এটাই হবে সর্বোচ্চ। তারপরে এক ধাক্কায় সক্রিয় রোগীর সংখ্যা কমতে থাকবে। মে মাসের শেষে এসে কোভিড অ্যাকটিভ কেসের হার একেবারেই কমে যাবে।