এই মুহূর্তে কলকাতা

করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসকদের।

কলকাতা , ২৩ এপ্রিল:- রাজ্যের উদ্ভূত করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিব রিকৃষ্ঞ দ্বিবেদী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন। বৈঠকে করোনা চিকিত্সার জন্য জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের বেড,আইসিইউর সংখ্যা বাড়াতে, অক্সিজেনের যোগান যথাযথ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। করোনায় মৃতদের দাহকার্য যাতে ঠিকঠাক হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি করোনা নিয়ে জনসচেতনতার জন্য জন্য জেলায় জেলায় প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপরেও জোর দিতে স্বারাষ্ট্রসচিব বৈঠকে নির্দেশ দেন।

বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে। কলকাতা ও আশপাশের জেলার থেকে দূরবর্তী অনেক জেলার করোনা পরিস্থিতি এখনও তুলনামূলক ভালো। ওই সব জেলায় নতুন করে সংক্রমণের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। জেলাগুলির করোনা চিকিত্সা সংক্রান্ত প্রত্যেকদিনের তথ্য প্রতিদিন পাঠাতে হবে স্বাস্থ্য দফতরে। অর্থাৎ কত অক্সিজেন লাগছে, কত অক্সিজেন লাগবে, কত বেড হয়েছে, তার প্রতিদিনের তথ্য স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। প্রসঙ্গত কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণকে এ দিন একটি চিঠিও দেন মুখ্যসচিব। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে রাজ্য। কিন্তু চাহিদা দ্রুত বাড়ছে বলে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। এই অবস্থায় যেন রাজ্যের স্বাস্থ্যখাতের অক্সিজেন কোথাও না সরানো হয় সে ব্যপারে অনুরোধ জানানো হয়েছে।