কলকাতা , ২৩ এপ্রিল:- একদিকে রাজ্যে ক্রমবর্ধমান করোনার প্রকোপ অন্যদিকে অনিয়মিত সরবরাহ।এই দুই মিলিয়ে করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে রাজ্যে। এমন অবস্থায় আশা জাগিয়ে রাজ্যে এসে পৌঁছল বেশ কয়েক লক্ষ ডোজ করোনা টিকা। এর ফলে রাজ্যে করোনা টিকার অভাব সাময়িক ভাবে মিটতে পারে বলে স্বাস্থ্য কর্তারা মনে করছেন। এদিন সন্ধ্যায় কোভিশিল্ড টিকার ৫ লক্ষ ডোজ পৌছায় দমদম বিমান বন্দরে। বিকেল পাঁচটা চল্লিশ নাগাদ পুনা থেকে কলকাতায় নামে ৪২ টি টিকা ভরা বাক্স।স্বাস্থ্য দপ্তরের কর্তাদের তত্বাবধানে বিশেষ গাড়িতে বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার থেকেই তা জেলা গুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। রাজ্যে বর্তমানে ৪৫ বছরের বেশি বয়সের মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে। ১লা মে থেকে সারা দেশে ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও এরাজ্যে তা শুরু হচ্ছে ভোটপর্ব মিটে যাওয়ার পর ৫ই মে থেকে। রাজ্যে তৃণমূল বা বিজেপি নতুন যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা সব বয়সের নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে। সেক্ষেত্রে আগামী দিনে রাজ্যে টিকার চাহিদা আরও বাড়বে। সেই চাহিদা কতটা পূরণ হবে তা নিয়ে এখনও সংশয়ে রাজ্যের স্বাস্থ্য কর্তারা।