এই মুহূর্তে জেলা

হাওড়ার শালিমারে স্থানীয় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। এলাকায় উত্তেজনা।

হাওড়া , ২১ এপ্রিল:-ভোট মিটতেই ফের অশান্ত হাওড়ার শালিমার। এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা। জানা গেছে, মঙ্গলবার রাতে শালিমার ৫ নং গেটে ঘটনাটি ঘটে। দুষ্কৃতিরা বাইকে করে এসেছিল। তৃণমূল কর্মী ভোলা রায়কে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। ভোলাবাবুর গায়ে দুটি গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা রায় এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন। ওই ঘটনায় শালিমারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ঘটনার পর দুষ্কৃতীদের বাড়ি ও দোকানেও ব্যাপক ভাঙচুর হয়। অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়া হয় বাইকেও। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। উল্লেখ্য, মাস তিনেক আগেও ওই এলাকায় খুন হন ধর্মেন্দ্র সিং নামে এক ইমারত ব্যবসায়ী। তিনিও এলাকার তৃণমূল যুব নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সেই খুনের সঙ্গে এই গুলি চালানোর কোনও যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে শালিমার ৫ নম্বর গেট লালকুঠির সামনে। ভোলা রায় নামের স্থানীয় ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত গত বছর ২৯ ডিসেম্বর হাওড়া শালিমারে দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনায় মৃত্যু হয় তৃণমূলের যুব নেতা ধর্মেন্দ্র সিং এর। আহত হন তারই মোটর বাইকের পিছনে বসে থাকা সঙ্গী ভোলা রায়ের। গত বছর ডিসেম্বর মাসের ২৯ তারিখের এই ঘটনায় হাওড়া সিটি পুলিশ ও বি.গার্ডেন থানার পুলিশ তৎপরতার সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে বর্ধমান, ডানকুনি ও হুগলি থেকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে প্রমোটিং এবং জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছিল। এর প্রায় সাড়ে তিন মাস পর ফের গুলিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া শালিমার এলাকায়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বি.গার্ডেন থানা।