এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচনে ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কলকাতা , ২০ এপ্রিল:- আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩২১৩৮৫, মহিলা ভোটার ৫০৬৬১৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২১৫৬, এনআরআই ভোটার ১৫ জন। এই দফায় মোট বুথের সংখ্যা ১৪ হাজার ৪৮০। যার মধ্যে প্রাথমিক বুথ ১০ হাজার ৮৯৭ , অক্সিলারি বুথ ৩৫৮৩। নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী ষষ্ঠ দফায় দফায় মোট ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর,

আসানসোল দুর্গাপুরে ১৪ কোম্পানি, বনগাঁ পুলিশ ডিস্ট্রিকে ৬৯ কোম্পানি, বারাসাত পুলিশ ডিস্ট্রিকে ৫৯ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ১০৭ কোম্পানি, বসিরহাটে ৪০ কোম্পানি, বিধাননগরে ৩ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৩ কোম্পানি, উত্তর দিনাজপুর ইসলামপুরে ৮২ কোম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৪৩ কোম্পানি, রায়গঞ্জে ৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। সূত্র মারফত খবর, এবারের ষষ্ঠ দফার নির্বাচনে আঁটোসাঁটো ভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে কমিশন। যাতে যে ধরনের ঘটনা আগের দফা গুলিতেও ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়।