কলকাতা , ১৯ এপ্রিল:-করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশের সঙ্গে বঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে বারবার আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মারণ ভাইরাস করোনার রাশ টানতে কলকাতায় রাজনৈতিক মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এক টুইট বার্তায় জানিয়েছেন,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আর কোনও প্রচার চালাবেন না । তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই দিক বিচার করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কোনো বড় রাজনৈতিক মিছিল করবেন না জানিয়েছেন । শুধুমাত্র ২৬ এপ্রিল প্রচারের শেষ দিনে প্রতিকী সভা করবেন।
এবং রাজ্যের যে সমস্ত জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হবে সেগুলো ৩০ মিনিটের বেশি দীর্ঘায়িত হবে না । এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছিলেন যে, কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গে তাঁর সকল নির্ধারিত সমাবেশকে স্থগিত করছেন । উত্তরোত্তর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বামেরা অনেক আগে থেকেই ছোট সমাবেশ শুরু করেছে । সেখানে রাজ্যের শাসক দল রাজনৈতিক মিটিং মিছিল করার ব্যাপারে চুপ ছিল। তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে । অপরদিকে কেন্দ্রে থাকা শাসক দল বিজেপি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি । বিজেপির তরফে জানানো হয়েছে, নির্বাচন এক দফায় করা হলে, কিংবা ভার্চুয়ালি করা হয় তাহলে ভোটের স্পিরিট নষ্ট হয়ে যাবে । যেখানে দেশের করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের গন্ডি ছাড়িয়েছে । সেখানে এখনও পুরোদমে চলছে বিজেপির রাজনৈতিক সমাবেশ। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন।