এই মুহূর্তে কলকাতা

নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন।

কলকাতা , ১৯ এপ্রিল:- নির্বাচনের আগে ফের ভোটমুখী চার জেলায় পুলিশ সুপারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে সরিয়ে দেওয়া হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় এসছেন অজিত কুমার সিং। বদল করা হয়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনকে। বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদকে সরিয়ে আনা হয়েছে নগেন্দ্র নাথ ত্রিপাঠীকে।