কলকাতা, ১৪ এপ্রিল:- রাজ্যের আগামী দফার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত রাজ্য পুলিশই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিরাপত্তা বিষয়টি দেখাশোনা করতো। কিন্তু এখন থেকে ভোটের দিন গুলিতে তাদের নিরাপত্তায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে কমিশন জানিয়েছে। রাজ্য পুলিশের দুজন আধিকারিক এর পাশাপাশি প্রত্যেক পর্যবেক্ষকের সুরক্ষায় হাফ সেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন।কোচবিহারের শীতলকুচির ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রথম তিন দফার নির্বাচন পর্ব মোটের উপরে শান্তিপূর্ণভাবে মিটলেও চতুর্থ দফায় অশান্তি রুখতে গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
উটেরিনে কমিশনের পর্যবেক্ষকদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন সে কারণে সাধারণ ভোটারদের পাশাপাশি তাদের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। আগামী ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফায় ছয় জেলায় ৪৫ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। সূত্র মারফত জানা গেছে পঞ্চম দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শুধুমাত্র ভোটের কাজে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বারাসাত পুলিশ ডিষ্ট্রিকে ৬৯, ব্যারাকপুর পিসি ৬১, বসিরহাট পিডি ১০৭, বিধান নগর পিসি ৪৬, দার্জিলিং ৬৮, জলপাইগুড়ি ১২২, কালিম্পং ২১, কৃষ্ণনগর পিডি ১১, পূর্ব বর্ধমান ১৫৫, রানাঘাট পিডি ১৪০, শিলিগুড়ির ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। কমিশন সূত্রে এও জানা গেছে পঞ্চম দফায় ৭৯০৪ টি জায়গায় মোট বুথের সংখ্যা ১৫৭৮৯ টি। সেক্টর অফিসের সংখ্যা ৬৯০ টি। প্রতিটি সেক্টরে অফিসে একজন এসআই কিংবা একজন এ এস আই পদমর্যাদার পুলিশ এবং তার সঙ্গে চারজন কনস্টেবল থাকবেন।









