এই মুহূর্তে জেলা

২য় ঢেউয়ের মধ্যেই উধাও কোভিশিল্ড, দুশ্চিন্তায় পুরসভার স্বাস্থ্যদপ্তর!

সুদীপ দাস , ১৩ এপ্রিল:-চালু হওয়ার পর এই প্রথম হুগলী-চুঁচুড়া পৌরসভার একমাত্র করোনার টিকা সেন্টার থেকে উধাও হলো ভ্যাকসিন। দেশে টিকা দেওয়ার প্রথম লগ্নেই হুগলী-চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ভ্যাকসিন দেওয়া শুরু হয়। চুঁচুড়া সায়রা মোড়ের কাছে হেলথ হোমে স্থায়ী ক্যাম্প করে টিকা দেওয়া শুরু হয়। এখান থেকে কোভিশিল্ড ভ্যাকসিনই দেওয়া হচ্ছিলো। টানা প্রায় দু’মাস ধরে চললেও চলতি মাসের ৮ তারিখে মোট ১২হাজার ৮শো ১০জনকে ভ্যাকসিন দেওয়ার পর ভোটের জন্য চারদিন টিকাকরন কর্মসুচী বন্ধ ছিলো। সোমবার সেই ভ্যাকসিন দেওয়া পুনরায় শুরু হলেও টিকার মজুত কম থাকায় কিছুক্ষনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

ফলে মঙ্গলবার বহু মানুষ ভ্যাকসিন নিতে এলেও ফিরে যেতে হয়। বর্তমানে করোনার ২য় ঢেউ আছরে পরার সময়ই এভাবে টিকার আকাল দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ অনেকের কপালেই। তবে এ নিয়ে এখনই দুশ্চিন্তার কোন কারন নেই বলে জানান পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হিমাংশু চক্রবর্তী। তিনি বলেন শুধুমাত্র পৌরসভার টিকাকরন সেন্টারে টিকা শেষ হয়েছে। জেলার অন্যত্র চলছে। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। দু’একদিনের মধ্যে ভ্যাকসিন এলেই তা দেওয়া শুরু হয়ে যাবে। আর যাদের ২৮দিনে ২য় ডোজ দেওয়ার কথা তাঁদেরও চিন্তার কোন কারন নেই। কারন কোভিশিল্ড ভ্যাকসিনের ২য় ডোজ ৬সপ্তাহ পরও নেওয়া যায়।