এই মুহূর্তে জেলা

শেষদিনের প্রচারে হাওড়ায় মিঠুন।

হাওড়া, ৮ এপ্রিল:-এখানে ললিপপ ছোঁড়া হচ্ছে। আমি কি ললিপপ নাকি। এখানে পাথর ছোঁড়া হচ্ছে । ওখানে পাথর  ছোঁড়া হচ্ছে ।এই সব ললিপপকে ভয় পেলে হবে না। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী । সেখানে বাঁকড়া এলাকায় বিজেপি সমর্থকদের উপর ইঁট পাথর ছোঁড়ার প্রসঙ্গে উত্তর  হাওড়ার নন্দীবাগানে  বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে এক সভায় এই মন্তব্যই করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । তিনি বলেন আঠারো বছর বয়সে কলকাতা ছেড়েছিলাম । তখন তিনি সংকল্প করেছিলেন গরিবদের জন্য কিছু করবেন। সেই সুযোগটা এসেছে ।

বাংলা চুয়াল্লিশ বছর ধরে পিছিয়ে ছিল। চৌত্রিশ বছর সিপিআইএম ও দশ বছর তৃণমূলের আমলে। এবার ভাল কিছু হবে। কেন্দ্রে বিজেপি সরকার আর এখানে বিজেপি সরকার হলে উন্নয়নের জোয়ার বইবে। মিঠুন চক্রবর্তী আরও বলেন, এই বাংলায় যত জেনারেল হাসপাতাল আছে সব শীততাপ নিয়ন্ত্রিত করা হবে। এদিন উত্তর হাওড়ায় বিজেপির এই জনসভায় উপস্থিত হবার পর তিনি গাড়ি থেকে নামতেই বিপুল জনসমর্থক উচ্ছাসে ফেটে পড়েন। এই জনসভায় তাঁকে দেখার জন্য প্রচুর মানুষ উন্মাদনায় ফেটে পড়েন। এদিন এখানে জনসভার পর তাঁর হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার হয়ে জনসভা ছিল