এই মুহূর্তে কলকাতা

রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলায় ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা , ৭ এপ্রিল:- আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে পাঁচ জেলার যে ৪৪ টি আসনে নির্বাচন রয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি। তাছাড়াও আলিপুরদুয়ারের ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটএ ৯৯, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩৫, বারুইপুর পুলিশ জেলায় ৪৪ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এর অধীনে ৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে অসম থেকে আজ আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। এর ফলে রাজ্যে বর্তমানে এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই দফার ভোট প্রস্তুতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এদিকে পঞ্চম দফার নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক আগামীকাল পূর্ব বর্ধমান যাচ্ছেন। সেখানে পৌঁছে তিনি কয়েকটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।