এই মুহূর্তে জেলা

ফ্যাক্টর মমতাই, তাই মোদী, অমিত শাহদের এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। মন্তব্য দেবাংশুর।


হাওড়া , ৫ এপ্রিল:-“একজন মহিলা ( মমতা ) আজ বিজেপির কাছে কতবড় ফ্যাক্টর, যে মোদী, অমিত শাহদের এখন বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। স্বাধীনতার পরে ভারতবর্ষের কোনও প্রধানমন্ত্রী একটা রাজ্যের ভোটে এতবার আসেননি। কিন্তু তাতে কোনও ফল হবেনা। জনসাধারণ জেদ ধরেছে দিদিকে নবান্নতে ফেরাতে হবে। এবার খেলাটা জনসাধারণ খেলছে দিদির হয়ে।” রবিবার রাতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে বামুনগাছি সি রোডে বালক সংঘের মাঠে এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বলেন, “বাংলার উন্নয়নের গতি সচল রাখতে মহিলাদের সুরক্ষা বজায় রাখতে বিজেপিকে একটিও ভোট নয়।

হিন্দুত্বের তাস খেলে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করার চেষ্টা করছে। অসমে ক্ষমতায় এসে এনআরসিতে প্রায় ১৪ লক্ষ বাঙালি হিন্দুর নাম ওরা নাগরিক তালিকা থেকে বাদ দিয়েছে। এদের ফাঁদে কখনোই পা দেবেন না। কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ এতো প্রকল্প করেছেন দিদি। বিজেপি বাংলার ক্ষমতায় এলে মানুষ এসব থেকে বঞ্চিত হবেন। বিজেপির আচ্ছে দিন আজ হাওয়া হয়ে গেছে। হাওয়াই চটি পরা ৬৫ বছরের দিদির কথা ভেবে এবার ভোট দিন। জনগণ এবার জেদ ধরেছে মমতাকে নবান্নে ফেরাতে হবে। তাই এবার খেলাটা জনসাধারণ খেলছে দিদির হয়ে।” এদিনের সভায় ভাল ভিড় হয়েছিল। ‘খেলা হবে’ গানের তালে দেবাংশুর সঙ্গেই গলা মেলান উপস্থিত জনতা।