এই মুহূর্তে জেলা

দিনহাটা মহাকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের।

কোচবিহার , ২৫ মার্চ:- গতকাল অমিত সরকারের মৃত্যুর পর দিনহাটা মহাকুমার বিভিন্ন এলাকায় বোমাবাজি করার অভিযোগ তুলে ওই এলাকায় শান্তির দাবিতে দিনহাটা বিধানসভার সংযুক্ত মোর্চার কর্মিসমর্থকরা দিনহাটা মহাকুমা শাষকের কাছে স্মারকলিপি জমা দেয়। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাষকের কাছে সংযুক্তমোর্চার প্রার্থী আব্দুল রউফ-এর নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবী, বিজেপি নেতা অমিত সরকারের মৃত্যু পর দিনহাটা মহাকুমা জুড়ে তৃণমূল বিজেপির যে সন্ত্রাশ তৈরি হয়েছে তা বন্ধ করা এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা সহ একাধিক দাবীতে স্মারকলিপি দেন দিনহাটা মহকুমা শাষকের কাছে। পাশাপাশি প্রশাসনের প্রতি আস্থা রেখে তারা জানান, এলাকার যাতে শান্তি নির্বিধ্ন থাকে এবং সাধারণ ভোটাররা যাতে আতঙ্কিত না হয় সেই দিকে দৃষ্টিপাত করে প্রশাসনিক আধিকারিকরা। এদিন এবিষয়ে স্মারকলিপি দেবার পরে সংযুক্তি মোর্চার প্রার্থী আব্দুল রউফ জানান, “গতকাল দিনহাটায় একজন রাজনৈতিক কর্মী তথা বিজেপির একজন নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে বিজেপির নেতাকর্মিদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়। এবং সেই ক্ষোভ আচড়ে পরে গোটা দিনহাটা শহর জুড়ে।

পাশাপাশি এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এক আশান্তি বাতাবরণের সৃষ্টি হয়, যার শিকার হয় সাধারণ মানুষ তথা ব্যাবসায়ীরা। গোটা দিনহাটা মহকুমা জুড়ে সেই অশান্তি ছড়িয়ে পড়ে। এর ফলে দিনহাটা বিধানসভা ক্ষেত্রের ব্যবসায়ী, কৃষক, সাধারণ মানুষ প্রভৃতি দিনহাটার সর্বস্তরের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন এলাকায় বোমাবাজি, ভাঙচুর, লুট এসব চলতে থাকে। পুটিমাড়ি ১ জিপি-তে এই গোলমাল চলে, নাজিরহাট সার্ভার অফিসের পিছনে সন্ধ্যায় বোমা বর্ষিত হয়। এছাড়া আমবাড়ি, বামনহাট, চৌধুরিহাট প্রভৃতি এলাকায় ভাড়ি বোমা পড়ার আওয়াজ পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘এরুপ অবস্থায় দিনহাটায় শান্তির পরিবেশ ফিড়িয়ে আনা এবং যে ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায় কি রহস্য লুকিয়ে আছে এর পিছিনে তাঁর উপযুক্ত তদন্ত হোক। পাশাপাশি এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে আইনানুসারে তাঁর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক। মৃতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। আগামী ১০ই এপ্রিল নির্বাচন এর সেই নির্বাচনে আমরা সুষ্ঠ নির্বাচনের আশা প্রকাশ করি।’