হাওড়া , ২৪ মার্চ:- বুধবার বিকেলে মধ্য হাওড়ার ২৭ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। এদিন বিকেল ৫টা নাগাদ চৌধুরী বাগানের বিহারী লাল চক্রবর্তী লেন থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হয়। বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই প্রচারে নামেন। সিপিএমের প্রাক্তন বিধায়ক অরূপ রায় থেকে শুরু করে মধ্য হাওড়ার বাম ও কংগ্রেস নেতৃবৃন্দ এদিনের প্রচারে অংশ নেন। প্রচার মিছিল কালী ব্যানার্জি লেন, কালী কুন্ডু লেন, নেতাজী সুভাষ রোড, নবকুমার নন্দী লেন, রামগোপাল স্মৃতি রত্ন লেন, যোগমায়া দেবী লেন, অমৃত পাইন লেন, ঈশ্বর দত্ত লেন, রাধামাধব ঘোষ লেন, দূর্গাদাস কুঠী লেন, গোপাল মুখার্জি লেন,
ভগবান গাঙ্গুলি লেন, রজনী কুমার সেন লেন হয়ে চিন্তামণি দে রোডে এসে শেষ হয়। কংগ্রেস প্রার্থী পলাশ ভান্ডারী এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মধ্য হাওড়ায় কোনও উন্নয়ন হয়নি। বিদায়ী বিধায়ক মন্ত্রী কোনও কাজ এখানে করেননি। কোনও কাজ এখানে হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছিনা। একদিকে, কেন্দ্রীয় সরকারের পুঁজিপতিদের থেকে দালালি করা টাকা, অন্যদিকে রাজ্যে আমফান, চাল চুরি, কয়লা চুরি, তোলাবাজির টাকায় বিজেপি ও তৃণমূল দুটো দলই ভোট কেনার চেষ্টা করছে। প্রচারে বেরিয়ে আমরা মানুষের যে সমর্থন পাচ্ছি, তাতে নিশ্চিত আমরাই ভোটে জয়লাভ করব।”