হাওড়া, ২২ মার্চ:- রবিবার হাওড়ার বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলাকালীন গন্ডগোলের ঘটনা সম্পর্কে সোমবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি ( রাজীব ) ভুলে গেছেন যে এর আগে দু’বার তিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকেই। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই মানুষের ভোট পেয়েছিলেন। আজকে হঠাৎই কর্মীদের ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে তিনি অন্য দলে চলে গেছেন। গতকাল বাঁকড়ায় যে বিক্ষোভ হয়েছে সেটা ছিলো মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। এটা তৃণমূল কংগ্রেসের কোনও আন্দোলন নয়। ওনাকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিলো। ডোমজুড়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনও প্রার্থী বলেই মনে করি না।
ওখানে আমাদের দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। ওনারা গতকালের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতেই পারেন। সেটা নির্বাচন কমিশন তদন্ত করবে। তবে, গতকাল ওনার ( রাজীব বন্দ্যোপাধ্যায়ের ) নিরাপত্তারক্ষীরা যেভাবে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করেছেন, সেটা ঠিক নয়। নিরাপত্তারক্ষীর কাজ ওনাকে রক্ষা করা। কিন্তু তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করতে পারেন না। আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চয়ই অভিযোগ আকারে জানানো হবে।” উল্লেখ্য, সোমবার বিকেলে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডাকা হয়। ওই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে দলের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বিজেপির নির্বাচনী ইস্তাহারকে ‘মিথ্যে প্রতিশ্রুতি’ বলে সমালোচনা করেন।