হুগলি , ২১ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের একপ্রকার গলার কাঁটা হয়েই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য। যেদিন উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিধায়ক প্রবীর ঘোষালের নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই প্রবীর ঘোষালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে বিজেপি দলের পুরোনো দিনের সঙ্গী বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা ভট্টাচার্য সহ আদি বিজেপি কর্মী সমর্থকরা। এবার রবিবার সরাসরি কৃষ্ণা ভট্টাচার্য জানান বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত প্রবীর ঘোষালকে সাধারণ মানুষ আর পুরোনো বিজেপির কর্মী সমর্থকরা মানছে না।প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃণমূল দলে দাঁড়ালেও জিততে পারতো না সেটা বুঝতে পেরে তৃণমূল তাকে টিকিট দেয়নি আর সে বিজেপিতে যোগ দিয়েছে।প্রবীর ঘোষালের বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে আর সেই প্রবীর ঘোষালকে বিজেপি উত্তরপাড়া থেকে প্রার্থী করেছে।
দলকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি তাই তিনি নিজে নির্দল হয়ে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতবে বলে জানান কৃষ্ণা ভট্টাচার্য। আদি বিজেপি কৃষ্ণা এদিন আরো জানান বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরেই সমস্ত বিজেপির পুরোনো কর্মীরা বঞ্চিত হয়েছে। দলের থেকে মুখ ফিরিয়েছে। যারা তৃণমূলে থেকে পুরোনো বিজেপি কর্মীদের ঘর ভেঙেছে,মারধর করেছে তাদের এখন কোনো বিজেপির কর্মী সমর্থকরা জেতাতে পারবে না। আগামীকাল সোমবার নোমিনেশন জমা দেবেন বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন কৃষ্ণা ভট্টাচার্য। আর পুরোনো দিনের কর্মী সমর্থকরা তাকে নির্দল হয়ে দাঁড়ালে তার হয়েই লড়াই করবে বলে জানান কৃষ্ণা। তবে উত্তরপাড়া থেকে কৃষ্ণা ভট্টাচার্য নির্দল হয়ে ভোটে লড়ার কথা ঘোষণা করায় বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের গলায় কাঁটার মতোই বিধবে বলে মনে করছে রাজনৈতিক মহল।